ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কোপা আমেরিকার শেষ ১০ শিরোপা জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১১ জুলাই ২০২১

আজ রোববার ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। সেইসঙ্গে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘোচালো মেসি এন্ড কোং।

এদিকে, এবারের কোপা আমেরিকার শিরোপা জিতে টুর্নামেণ্টটির ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার করে শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গে ভাগ বসালো মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার শিরোপা জয়ী দলটি অবশ্য এবারের রানার্স আপ হওয়া ব্রাজিলই।

নিন্মে তুলে ধরা হলো প্রাচীনতম এই টুর্নামেন্টের সর্বশেষ ১০টি আসরের শিরোপা জয়ীদের তালিকা- 
২০২১: আর্জেন্টিনা
২০১৯: ব্রাজিল
২০১৬: চিলি
২০১৫: চিলি
২০১১: উরুগুয়ে
২০০৭: ব্রাজিল
২০০৪: ব্রাজিল
২০০১: কলম্বিয়া
১৯৯৯: ব্রাজিল
১৯৯৭: ব্রাজিল
১৯৯৫: উরুগুয়ে
১৯৯৩: আর্জেন্টিনা

সর্বাধিক শিরোপা জয়:
১. উরুগুয়ে, আর্জেন্টিনা- ১৫ বার 
৩. ব্রাজিল- ৯ বার
৪. চিলি, প্যারাগুয়ে, পেরু- ২ বার

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি