ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

কে কে থাকছেন বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৫৫, ১৬ অক্টোবর ২০২১

ইয়ান বিশপ, আতাহার আলী খান, নাতালাই জার্মানোস ও ড্যানি মরিসন

ইয়ান বিশপ, আতাহার আলী খান, নাতালাই জার্মানোস ও ড্যানি মরিসন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে রোববার (১৭ অক্টোবর) থেকে। বিশ্বকাপ শুরুর একদিন আগেই এবারের আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে প্যানেলে একজন বাংলাদেশিসহ থাকছেন মোট ২১ জন সদস্য।

বাংলাদেশ থেকে ধারাভাষ্য কক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। পুরুষ খেলোয়াড়দের এই বৈশ্বিক ইভেন্টে আছেন আনজুম চোপড়া, নাতালাই জার্মানোসের মত নারী ধারাভাষ্যকারও।

ক্রিকেটারদের মতোই বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলেও থাকছে তারকার ছড়াছড়ি। নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইক আথারটন, ড্যানি মরিসনের মত জনপ্রিয় ধারাভাষ্যকারদের কণ্ঠ শোনা যাবে এবারের বিশ্বকাপ আসরে।

এছাড়াও থাকছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। যিনি কিনা সর্বশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়কও। সাবেকের কাতারে নাম লেখানো দুই সুপারস্টার ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসনও যোগ দিবেন এবারের বিশ্বকাপের ধারাভাষ্য কক্ষে।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল-
নাসের হুসাইন (ইংল্যান্ড)
হার্শা ভোগলে (ভারত)
ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ)
নাতালাই জার্মানোস (দক্ষিণ আফ্রিকা)
সুনীল গাভাস্কার (ভারত)
মাইক আথারটন (ইংল্যান্ড)
সাইমন ডুল (নিউজিল্যান্ড)
রাসেল আরনল্ড (শ্রীলঙ্কা)
আনজুম চোপড়া (ভারত)
মুরালি কার্তিক (ভারত)
আতহার আলী খান (বাংলাদেশ)
বাজিদ খান (পাকিস্তান)
এমপুমেলেলো (পমি) এমবাংওয়া (জিম্বাবুয়ে)
প্রিস্টন লুক মমসেন (স্কটল্যান্ড)
ড্যানিয়েল কাইল মরিসন (নিউজিল্যান্ড)
মার্ক নিকোলাস (ইংল্যান্ড)
নেইল ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)
অ্যালান উইকিলিন্স (ইংল্যান্ড)
ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি