ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

টস হেরে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ৩ নভেম্বর ২০২১

শুরুতেই দুই উইকেট তুলে নেয়া সাফিয়ান শারিফ

শুরুতেই দুই উইকেট তুলে নেয়া সাফিয়ান শারিফ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির লড়াইয়ে টিকে থাকতে স্কটল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করেতে নেমেছে কেন উইলিয়ামসনের দল। তবে টস জিতে বোলিং নেয়া স্কটিশ বোলারদের তোপের মুখে পড়ে ৫৪ রানেই ৩ উইকেট হারিয়েছে দলটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপ্টিল ২৯ রানে এবং গ্লেন পিলিপস শূন্য রানে ক্রিজে আছেন। ডেভন কনওয়ে ১ রানে মার্ক ওয়াটের শিকার হয়ে ফেরেন।

এর আগে স্কটিশ পেসার সাফিয়ান শরিফের তোপের মুখে ড্যারিল মিচেল ১১ বলে ১৩ রান করে এবং অধিনায়ক কেন উইলিয়ামসন শূন্য রানেই সাজঘরে ফেরেন। যাতে দলীয় ৩৫ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।

এদিকে, সুপার টুয়েলভে এর আগে দুই ম্যাচ খেলে একটি করে জয়-পরাজয় নিউজিল্যান্ডের। সমান ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি কাইল কোয়েৎজারের দল। 

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েৎজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, অ্যালাসডায়ার ইভানস, ব্র্যাড হোয়েল।

এনএস//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি