ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৩ ডিসেম্বর ২০২১

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এদিন নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে শুভ সূচনা করেছে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা। শুক্রবার দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। নিজদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। ওই দিন দলের মতো জয় দিয়ে আসর শুরু করতে চান  বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসানও।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপে নেপালের বিপক্ষে খেলতে নামবে টাইগার যুবারা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা।

নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশের যুবারা। গত যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও এবারের দলের অধিনায়ক রাকিবুল জানান, নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ভালো হয়েছে। নিজেদের সেরাটা দিয়ে জয়ে আসর শুরু করতে চায় দল।

শারজাহ থেকে বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় রাকিবুল বলেন, ‘শুক্রবার এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে চাই। দল খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজকে আমাদের প্রথম অনুশীলন করেছি। কাল সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

টাইগার যুব অধিনায়ক আরও বলেন, ‘একদিন কোয়ারেন্টাইন শেষে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। কালকের ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ ডিসেম্বর, প্রতিপক্ষ- কুয়েত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

২৩ থেকে ৩১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে চলবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই যুব এশিয়া কাপ। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল। বাংলাদেশের ‘বি’ গ্রুপ ছাড়াও  ‘এ’ গ্রুপে অন্য চার দল হলো- ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

দুই গ্রুপ থেকে সেরা দু’টি করে দল খেলবে সেমিফাইনালে। আগামী ৩০ ডিসেম্বরই হবে দু’টি সেমিফাইনাল। ৩১ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এখন পর্যন্ত যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালের আসরে রানার্স-আপ হয়েছিল তারা। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় টাইগার যুবাদের।

যুব এশিয়া কাপ শেষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে আরব আমিরাত থেকেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে ভারতকে হারিয়েই শিরোপা জেতে টাইগার যুবারা।

বাংলাদেশ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি