ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আর মাত্র ‘১০০’ দিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২০ জুলাই ২০২০

আর মাত্র ১০০ দিন পরই শেষ হবে বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। ভারতীয় জুয়াড়ির প্রস্তাব লুকানোর অভিযোগে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে কারণে গত ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে রয়েছেন সাকিব।

যদিও চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা ক্রিকেট বিশ্বই এখন থমকে আছে। এতে একদিক থেকে লাভ হয়েছে বাংলাদেশেরই। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া টাইগারদের খুব বেশি ম্যাচ খেলতে হয়নি। করোনার কারণে যেসব ম্যাচ স্থগিতাদেশ পেয়েছে, সেগুলো পরবর্তীতে মাঠে গড়াবে। অন্যদিকে, আগামী ২৯ অক্টোবরই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, আড়াই বছর আগে এক ভারতীয় বাজিকরের কাছ থেকে পাওয়া ম্যাচ গড়াপেটার প্রস্তাব সাকিব সুবোধ বালকের মতই ফিরিয়ে দিয়েছিলেন। তবে বিষয়টি তিনি বোর্ড বা আইসিসি- কাউকেই অবহিত করেননি। এটিই আইসিসির দৃষ্টিতে অপরাধ। এই অপরাধে সাকিবকে অভিযুক্ত করে আইসিসি; যে অভিযোগ প্রমাণিতও হয়েছে, সাকিবও ভুল স্বীকার করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি