ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নদী দখল-দূষণ বন্ধ করতে হবে

প্রকাশিত : ১৬:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ২৮ মার্চ ২০১৭

দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নদী দখল-দূষণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত নদ-নদীর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, লোভ-ক্ষোভ আর মুনাফালোভীদের কারণে দেশের নদ-নদীগুলো ধ্বংসের মুখে। অপরিকল্পিত উন্নয়নের কাছে নদী তার চিরচেনা রূপ হারাতে বসেছে। তাই টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নদীকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যম কর্মীদের সংগঠন নোঙর আয়োজিত প্রদর্শনীটি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি