ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রোনালদোকে ছাড়িয়েও অতৃপ্ত মেসির লক্ষ্য ‘শুধুই শিরোপা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৪ জুলাই ২০২১ | আপডেট: ১২:০০, ৪ জুলাই ২০২১

গোল করার পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাস

গোল করার পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাস

Ekushey Television Ltd.

গত দেড় দশক ধরে গোটা ফুটবল বিশ্ব শাসন করছেন অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে প্রায় সকল রেকর্ডই নিজেদের করে নিয়েছেন আর্জেন্টিনা এবং পর্তুগালের এই দুই মহাতারকা।

চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় জিওনার অলিম্পিকো স্টেডিয়ামে ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমে দুটি গোলের যোগন দিয়ে ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেন মেসি। তাতেই রোনালদোকে ছাড়িয়ে গেছেন ছয় বারের ব্যালন ডি অর জয়ী।

জাতীয় দল এবং ক্লাবের হয়ে ফ্রি কিক থেকে এখন পর্যন্ত ৫৭ বার জালের দেখা পেয়েছেন সিআরসেভেন খ্যাত রোনালদো। অন্যদিকে আজকের এই গোলটি করে জাতীয় দল এবং ক্লাবের হয়ে ফ্রি কিক থেকে মেসির মোট গোল সংখ্যা এখন ৫৮।

ব্যক্তিগত অর্জনে রোনালদোকে ছাড়িয়ে গিয়েও অতৃপ্ত লিও জানালেন, শিরোপাই একমাত্র লক্ষ্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমার কাছে ব্যক্তিগত অর্জন সবসময় পরে। এখানে অন্যকিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছে। অনেকদিন ধরে পরিবার থেকে দূরে। আমাদের লক্ষ্য এখন শিরোপা জেতা। সেটা নিয়েই চিন্তা করছি।’

এদিন ইকুয়েডরের বিপক্ষে দারুণ এক লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তাই স্বাভাবিকভাবেই মেসির কণ্ঠে তৃপ্তির ঢেকুর, ‘ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন ছিল। জানতাম, ওরা কঠিন লড়াই উপহার দেবে। প্রথম গোল পাওয়ার আগ পর্যন্ত আমরা অনেক লড়েছি। এরপর ম্যাচটা আরও জটিল হয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো- শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছি আমরা।’

এদিকে, এ নিয়ে কোপার চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরার মেসিই। পাঁচ ম্যাচে চার গোলের সঙ্গে সমান চারটি গোলে অ্যাসিস্টও করেছেন ক্ষুদে জাদুকর। যাতে এবারও আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে সবার আগে। তবে একটা শিরোপাই কেবল এতসব অর্জনকে পূর্ণতা দিতে পারে বলেই দাবি করেছেন অন্য গ্রহের এই ফুটবলার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি