ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

স্বপ্নের ফাইনালে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৫৫, ১৯ নভেম্বর ২০২৩

পশ্চিম ভারতের অন্যতম বড় শহর আহমেদাবাদ। গুজরাটের সাবেক রাজধানী। বাণিজ্যিক নগরীতে চামড়া পোড়া না হলেও এখন গরম। আকাশে কড়কড়া রোদ। ফাইনালের দিন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সাবরমতী নদীর পাড়ের শহরের কেন্দ্রস্থলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ১ লাখ ৩২ হাজার আসনের এই স্টেডিয়ামেই ভারত-অস্ট্রেলিয়া আজ মুখোমুখি হবে বিশ্বকাপ ফাইনালে।

এমন বিশাল ক্রিকেট রাজ্যে যখন স্বাগতিক ভারত মাঠে নামবে তখন ধরে নেওয়াই উচিত, গ্যালারি রূপ নিবে নীল সমুদ্রে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের জার্সিতে ভরে যাবে গ্যালারি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স এই উৎসবকে থামিয়ে দিতে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাইতো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আমি মনে করি, আপনাকে এটা (দর্শকের চাপ) সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শক থাকবে একপাক্ষিক। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়া হবে তৃপ্তিদায়ক। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।’

অন্যদিকে, ১২ বছর পর আরেকটি বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে ভারত। শিরোপা জয়ের জন্য দলটির অধিনায়ক রোহিত শর্মা কতটা ক্ষুধার্ত, কতটা তীর্থের কাকের মতো অপেক্ষায় সেটাও স্পষ্ট। তিনি বললেন, ‘আমাদের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল। এখন ওয়ানডে বিশ্বকাপ। তিনটি আসরের জন্যই আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছিল।’ 

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি