ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১৯ জুলাই ২০২১ | আপডেট: ১৫:২৭, ১৯ জুলাই ২০২১

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি, ছবি- একুশে টেলিভিশন।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি, ছবি- একুশে টেলিভিশন।

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ ডাকাত র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

এসময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে বলে জানায় র‌্যাব।

স্কোয়াড্রন লিডার তানভীর হাসান জানান, 'কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে- এমন খবরে অভিযানে যায় র‌্যাব-১৫। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থানে তল্লাশি করে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি