ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

অর্ধ নগ্ন টাইগার শ্রফ!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিপাড়ার ফিটনেস সচেতন তারকাদের তালিকায় একেবারে উপরের দিকে নাম থাকবে টাইগার শ্রফের। পর্দায় তার পেশীবহুল, নির্মেদ চেহারার ঝলক দেখলেই হিল্লোল ওঠে ভক্তদের হৃদয়ে। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই বলি তারকা। সম্প্রতি ইনস্টাগ্রামে অর্ধ নগ্ন অবস্থায় নিজের ছবি তুলে তা পোস্ট করেছেন টাইগার, যা দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার।

ছবিতে দেখা যাচ্ছে, দু'হাতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার সেই পেশীবহুল অনাবৃত শরীর থেকে চোখ ফেরানো যে দায়, সেকথা কমেন্টে উল্লেখ করতে দেখা গেছে বহু নেটিজেনকে। নিজের শার্টলেস ছবির ক্যাপশনে টাইগার লিখেছেন, তার এই অর্ধ নগ্ন ছবি তিনি আধো ঘুম অবস্থায় তুলেছেন।

এইমুহূর্তে ‘হিরোপান্তি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত টাইগার। জানা যায়, সেই সিনেমার শুটিং শেষেই ইনস্টাগ্রামে অর্ধ নগ্ন অবস্থায় নিজের এই ছবি তুলে পোস্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফরের পরিচালনায় নতুন সিনেমাতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন টাইগার শ্রফ। গণমাধ্যমের খবর অনুযায়ী এই সিনেমার নাম ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। যতদূর জানা যায় অমিতাভ-গোবিন্দার একই নামের হিট সিনেমা-র নাম অনুসারেই তৈরি হবে এই সিনেমাটি। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয়-টাইগার। এছাড়াও এই মুহূর্তে টাইগারের হাতে রয়েছে ‘বাঘি ৪’ ও ‘গণপথ’ সিনেমা।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি