ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

বেঁচে নেই সুশান্ত! নিজেকেই চিঠি লিখলেন প্রাক্তন প্রেমিকা রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ জানুয়ারি ২০২২

বলিউডে হাতে গোনা কিছু কাজ করলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার নতুন বছরে ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরই মধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রিয়া নিজেই নিজেকে ধন্যবাদ জানাচ্ছেন নতুন বছরে!

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সোমবার শেয়ার করে রিয়া জানান, ‘‘ তুমিই তোমার সবচেয়ে বড় অবলম্বন। ঠিক যেই মুহূর্তে নিজেকে তুমি খুঁজে পাবে, তুমি জিতবে নিজেকে ভালোবাসবে।’’ 

সঙ্গে love yourself আর happy new year হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।

নতুন বছরে রিয়া ডায়েরিতে নিজেকেই চিঠি লিখছেন, ভিডিওতে দেখা যায়। তিনি লিখেছেন, ‘‘প্রিয় আমি, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ দয়ালু, শক্তিশালী, ধৈর্যশালী থাকার জন্য। সুতরাং মুখ তোলো বেবি গার্ল, তুমি ঠিক পারবে। নতুন বছর ভালো কাটুক। তোমার একান্ত অন্তরাত্মা!’’

এদিকে ২০২০ সালের সেপ্টেম্বরে সুশান্ত রহস্য মৃত্যু মামলার তদন্তে নারকোটিক্স কনট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়াকে। প্রায় ১ মাস জেলে ছিলেন রিয়া। ডিসেম্বরেই আদালতের নির্দেশে ফিরিয়ে দেওয়া হয় রিয়ার ল্যাপটপ, আইফোন-সহ অন্যান্য জিনিসপত্র। যা সুশান্তের মামলার তদন্তের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি