ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আরো একদফা বাড়ল মেট্রোরেল নির্মাণ ব্যয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

আরো এক দফা বাড়ছে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ খরচ। প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বেড়ে এমআরটি সিক্স প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪শ ৭১ কোটি টাকা। খরচ বৃদ্ধির পেছনে মতিঝিল থেকে কমলাপুরে সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ ও ডলারের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

উত্তরা উত্তর স্টেশন। প্ল্যাটফর্মের নির্মাণ কাজ প্রায় শেষ। এরইমধ্যে চালু হয়ে গেছে লিফট ও চলন্ত সিড়ি। সাধারণ যাত্রীদের জন্য তথ্য ও দিক নির্দেশনামূলক বিভিন্ন সাইনবোর্ডও বসে গেছে। এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

পরে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে এগোচ্ছে প্রকল্পের কাজ। নির্মাণ ক্ষেত্রে যেসব ত্রুটি ধরা পড়ছে সেগুলোও নির্ধারিত সময়ের আগেই সংশোধন করা হবে।

সেইসঙ্গে নির্মাণ ব্যয় আরো বাড়বে বলেও জানান তিনি। পূর্ব নির্ধারিত ২১ হাজার ৯৮৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ হাজার ৪শ ৭১ কোটি টাকার প্রস্তাব করার কথা জানান এম এ এন ছিদ্দিক। 

এদিকে ঢাকার যানজট কমাতে চলতি মাসের মধ্যেই মেট্রোরেলের নিচে থাকা সড়কের নিরাপত্তা বেস্টনি তুলে নেয়া হবে বলেই জানা গেছে।

ঢাকার যানজট থেকে মুক্তি পেতে রাজধানীর সবচেয়ে বড় প্রকল্প এটি। চলতি বছরের ডিসেম্বরেই উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত শুরু হবে যাত্রী পরিবহন। সে লক্ষ্য নিয়েই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পটির কাজ।

ভিডিওতে দেখুন-

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি