ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৩ সেপ্টেম্বর ২০২১

সেঞ্চুরি পূরণের পর আসালাঙ্কার সঙ্গে ফার্নান্ডোর উদযাপন

সেঞ্চুরি পূরণের পর আসালাঙ্কার সঙ্গে ফার্নান্ডোর উদযাপন

এমন ভুলও হতে পারে আম্পায়ারদের! শুধু ফিল্ড আম্পায়ারদেরই নয়, বরং অফিসিয়াল স্কোরারদের সাহায্য নেয়া তৃতীয় আম্পায়ারও কীভাবে এমন ভুল করলেন- তা নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। তবুও গতকাল কলম্বোয় শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৭ বলের এমন অবাক করা ওভারের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন এইডেন মার্করাম। তিনি ওভারের ৬টি বল করার পরও ফের রান-আপের দিকে হাঁটা লাগানোয় সংশয় দেখা দেয় সবার। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকি তৃতীয় আম্পায়ারও যোগ দেন আলোচনায়। ম্যাচ অফিসিয়ালরা সমবেতভাবে সিদ্ধান্তে আসেন যে, মার্করাম তাঁর ওই ওভারের একটি বল কম করেছেন।

আম্পায়াররা যখন বলছেন- ওভারের একটি বল বাকি, তখন তা করতে বাধ্য হন প্রোটিয়া তারকা। আম্পায়ারদের এমন ভুলের ফলেই সাত বলের ওভার দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে। বাড়তি বলে অবশ্য বিশেষ ফায়দা তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ বলটিতে ১ রান আসে। সেই ওভারে সাকুল্যে ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

এর আগে ২০১৯-এর বিগ ব্যাশ লিগেও বিতর্কিত সাত বলের ওভার দেখা গিয়েছিল। পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে আম্পায়ারের ভুলবশত করানো সেই সপ্তম ডেলিভারিতে ব্যাটসম্যান আউট হওয়ায় বিতর্ক হয় বিস্তর। কলম্বোয় যদি তেমন কিছু ঘটতো, তবে জলঘোলা হতো নিশ্চিত।

যাইহোক, শেষ পর্যন্ত এই ম্যাচে ৯ উইকেট হারিয়ে সই ৩০০ রান তোলে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রানের ইনিংস খেলেন আভিস্কা ফার্নান্ডো। এছাড়া চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৬২ বলে ৭২ রানের মারকুটে ইনিংস। 

জবাব দিতে নেমে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওই মার্করাম। ফলশ্রুতিতে ৪ উইকেট হাতে রেখেও ১৪ রানে ম্যাচ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। মার্করামের ৯৬ ছাড়াও ৫৯ রান আসে রাসি ফন ডুসেনের ব্যাট থেকে। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে যাওয়ার ম্যাচে সেরা হন ফার্নান্ডোই। 

দুইদলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায়।   

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি