ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

করুনারত্নের সেঞ্চুরি চেজের পাঁচ, চালকের আসনে লঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২২ নভেম্বর ২০২১

গলে টেস্টের দুটি মুহূর্ত

গলে টেস্টের দুটি মুহূর্ত

দুইটা ইনিংসও শেষ হয়নি এখনও। তার আগেই গলে-তে মিলেছে সেঞ্চুরি, পাঁচ উইকেটের দেখা। তবে দলীয় প্রদর্শনীতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা।

অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১১৩ রানের মধ্যেই ক্যারিবীয়দের ৬টি উইকেট তুলে নিয়েছেন লঙ্কান তিন স্পিনার। যাতে ৪ উইকেট হাতে নিয়ে এখনও ২৭৩ রানে পিছিয়ে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

গলে টেস্টের প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তুলেছিলো শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ১৩২ রানে অপরাজিত ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেয়া করুনারত্নে। তবে সোমবার দ্বিতীয় দিনে তেমন সুবিধা করতে পারেনি লঙ্কার ব্যাটাররা। বাকী ৭ উইকেটে ১১৯ রান যোগ করতে পারে দলটি। 

১৪৭ রানে আউট হন দিমুথ করুনারত্নে। সই ৩০০টি বল মোকাবেলা করে ১৫টি চারের মারে ক্যারিয়ারের ত্রয়োদশ শতকের ওই ইনিংসটি খেলেন লঙ্কান অধিনায়ক। আর ৫৬ রান নিয়ে শুরু করে ৬১ রানে আউট হন ধনাঞ্জয়া ডি সিলভা। 

এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন দিনেশ চান্ডিমাল। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ ৮৩ রানে ৫টি উইকেট নেন। ৪২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ উইকেট পেলেন চেজ। এছাড়া জোমেল ওয়ারিক্যান ৩টি ও শ্যানন গ্যাব্রিয়েল ২টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিলো সফরকারীদের। ২০ ওভারে ৪৬ রান তোলেন ক্যারিবীয় দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। ব্যক্তিগত ২০ রান করে ব্ল্যাকউড আউট হলে প্রথম উইকেট হারায় সফরকারীরা।

এরপর এক ব্র্যাথওয়েট ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অন্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি লঙ্কার তিন স্পিনার লাসিথ এম্বুলডেনিয়া, প্রভিন জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিস। মেন্ডিস ৩টি, জয়াবিক্রমা ২টি ও এম্বুলডেনিয়া ১টি উইকেট নেন। 

যাতে একশ রানেই ষষ্ঠ উইকেট হারায় উইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। কাইল মেয়ার্স ২২ রানে এবং জেসন হোল্ডার ১ রানে অপরাজিত আছেন।

এদিকে, প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত পাওয়া ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত খেলোয়াড় জেরেমি সোলোজানোর জায়গায় কনকাশন সাব হিসেবে শাই হোপকে একাদশে নিয়েছে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কা একাদশ: 
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, লাসিথ এম্বুলডেনিয়া, দুষ্মন্থা চামিরা, প্রভিন জয়াবিক্রমা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শাই হোপ (কনকাশন সাব), রোস্টন চেজ, কাইল মেয়ার্স, জোমেল ওয়ারিকান, জেসন হোল্ডার, জোশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাহকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি