ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রিভিউ নিয়ে বাঁচলেন রিজওয়ান, ফিরলেন বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ২০:৩১, ২৮ আগস্ট ২০২২

বাবর আজম

বাবর আজম

গতবছর এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। বছর ঘুরে সেই একই মাঠে এবার এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে দুইদল। 

স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। যদিও শুধু ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নয়, রোহিত শর্মাদের এশিয়া কাপ অভিযান শুরু খেতাব ধরে রাখার উদ্দেশ্যেও। সেই লড়াইয়ে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া।

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে আগে ব্যাটিং করতে হচ্ছে পাকিস্তানকে।

মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক বাবর আজম। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ভুবির ওভারের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলেই রিজওয়ানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান পাক ওপেনার। 

তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রিজওয়ান। চতুর্থ বলে চার মারেন বাবর। পঞ্চম বলে ১ রান নেন পাক দলনায়ক। শেষ বলে রিজওয়ানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার নট-আউট দিলে রিভিউ নেয় ভারত। এবারও বেঁচে যান রিজওয়ান। প্রথম ওভারে ৬ রান ওঠে। একটি রিভিউ খোয়ায় ভারত।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। ২টি ওয়াইড-সহ ৮ বলের ওভারে ৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার মারেন বাবর। তবে নিজের দ্বিতীয় ওভারে ফিরেই প্রতিপক্ষ অধিনায়ককে ফাইন লেগে আর্শদ্বীপের ক্যাচ বানিয়ে ফেরান ভুবনেশ্বর কুমার। ফলে ১৫ রানেই প্রথম উইকেট হারাল পাকিস্তান। ৯ বলে দুই চারে ১০ রানে ফেরেন বাবর।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে পাকিস্তানের স্কোর ৩০, এক উইকেটে। মোহাম্মদ রিজওয়ান ৭ রানে এবং ফখর জামান ৯ রানে ক্রিজে আছেন।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ ও শাহনেওয়াজ দাহানি। 

ভারত একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

এনএস//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি