ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

ব্যালন ডি`অরে যোগ হলো সক্রেটিস পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:০৭, ২২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাজিলীয় সাবেক মিডফিল্ডার সক্রেটিসের নামে ব্যালন ডি’অরের আয়োজকরা এই বছর একটি মানবিক পুরস্কার যোগ করছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিকভাবে চ্যাম্পিয়নদের সেরা কাজের স্বীকৃতি হবে সক্রেটিস পুরস্কার।’

সামাজিক সংহতি, পরিবেশ সুরক্ষা বা সুবিধাবঞ্চিত, হুমকি বা সংঘাতের শিকার গোষ্ঠীগুলোকে সহায়তার প্রচার করা অন্তর্ভুক্ত থাকবে।

ফ্রান্স ফুটবল বলেছে, তারা সক্রেটিসকে বেছে নিয়েছে। যিনি ২০১১ সালে ৫৭ বছর বয়সে মারা গিয়েছিলেন। কারণ তিনি একটি প্রচারাভিযানে ছিলেন। তিনি সাও পাওলোতে তার ক্লাব করিন্থিয়ানসে সংগঠিত করতে সাহায্য করেছিলেন, যখন ব্রাজিল ‘করিন্থিয়ান ডেমোক্রেসি’ নামে একটি সামরিক একনায়কত্বের অধীনে ছিল।

পুরস্কারটি একটি জুরি দ্বারা প্রদান করা হবে। এর মধ্যে সাবেক ব্রাজিল এবং প্যারিস সেন্ট-জার্মেই মিডফিল্ডার রাই, যিনি সক্রেটিসের ছোট ভাই। ফ্রান্স ফুটবলের প্রতিনিধি এবং মোনাকো-ভিত্তিক শান্তি ও ক্রীড়া সংস্থার নেতারা।

রাই এক বিবৃতিতে বলেছেন, ‘সক্রেটিস সবসময় খেলাধুলার শক্তিতে বিশ্বাস করতেন এবং সমাজকে আরও সমান করে তোলার জন্য তাকে একত্রিত করতে এবং রূপান্তরিত করতেন। ব্রাজিলে গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছিলেন। মৃত্যুর ১১ বছর পর তিনি ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং চ্যাম্পিয়নের প্রতীক হয়ে আছেন।’

আগামী ১৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি'অর অনুষ্ঠান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি