ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

টস জিতে আফগানিস্তানের উড়ন্ত সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৩১ অক্টোবর ২০২১

হজরতউল্লাহ জাজাই

হজরতউল্লাহ জাজাই

আবুধাবিতে সুপার টুয়েলভে গ্রুপ ২-এর লড়াইয়ে মুখোমুখি আফগানিস্তান আর নামিবিয়া। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই ৫০ রান তুলে উড়ন্ত সূচনাই করেছে আফগানিস্তান।

আফগান দুই মারকুটে ওপেনার হজরতউল্লাহ জাজাই ৩২ রান করে এবং মোহাম্মদ শাহজাদ ১৭ রানে ক্রিজে আছেন। 

এর আগে আফগানিস্তান দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে এখন দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামিবিয়া।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রাহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নামিবিয়া একাদশ
ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লিঙ্গেন, জান লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জেন ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, রোবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোলজ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি