ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

তামিমের পর ফিরলেন ইমনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেই স্বপ্নের ফাইনাল

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেই স্বপ্নের ফাইনাল

ঘরের মাঠে বিশ্বকাপ স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। তৃতীয় সেরা দল হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেহেদি মিরাজ-শান্তদের। তবে এবার সেই স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে চলে এসেছে অনূর্ধ্ব-১৯ দল। আজ পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেই স্বপ্নের ফাইনাল।

আর এ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যমাত্রা নাগালেই রেখেছে বাংলাদেশ। টস জিতে বল হাতে নিয়ে কিউইদের নাগালে বেঁধে রেখেছে আকবর আলির দল। বোলারদের দুর্দান্ত নৈপূণ্যে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডকে ২১১ রানের বেশি করতে দেয়নি টাইগার যুবারা। 

তবে ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন করেই সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ৯ বল খেলেই ক্রিস্টিয়ান ক্লার্কের শিকার হয়ে ফেরেন আগের ম্যাচে সর্বোচ্চ ৮০ করা বাঁহাতি এই তরুণ ওপেনার। ফলে ২৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তামিমের পথেই হাঁটেন পারভেজ হোসাইন ইমনও। ডেভিড হ্যানককের শিকার হওয়ার আগে করেন মাত্র ১৪ রান। মাত্র ৩২ রানে এ দুই ওপেনারের বিদায়ে অনেকটা বিপদেই পড়েছে বাংলাদেশ। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান। মাহমুদুল হাসান জয় ৯ রানে এবং তাওহীদ হৃদয় ৭ রানে ক্রিজে আছেন। 
 
এর আগে ব্যাট করতে নামা কিউই যুবাদের শুরু থেকেই টুটি চেপে ধরে বাংলাদেশ। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে সংগ্রাম করতে থাকে নিউজিল্যান্ড। ৭৪ রানের মধ্যে কিউইদের চার উইকেট ফেলে দেয় টাইগাররা। যদিও পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড।

৬৬ রানের জুটি বাঁধেন লিডস্টোন ও হুইলার-গ্রিনাল। কিউইদের ইনিংসে এটাই সবচেয়ে বড় জুটি। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও এ দুজনেরই। ছয় রানের জন্য লিডস্টোনকে অর্ধশতক বঞ্চিত করেন টাইগার যুবা পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে, শেষ পর্যন্ত ৭৫ রানে অজেয় থাকেন হুইলার-গ্রিনাল।

মূলত এ দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত লড়াইয়ের রসদ পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া লেলম্যান ২৪, হোয়াইট ১৮ ও ফিল্ড ১২ রান করেছেন। কিউইদের পতন হওয়া আট উইকেটের তিনটি নিয়েছেন শরিফুল। দুটি শিকার শামিম হোসেন ও হাসান মুরাদের। খালি হাতে ফেরেননি রাকিবুল হাসানও।

বোলাররা সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। এবার বাংলাদেশ দলকে স্বপ্নের ফাইনালে নেয়ার বাকি কাজটুকু ব্যাটসম্যানদের। আকবররা পারবেন তো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা নির্ধারণীর মঞ্চে নাম লেখাতে? উত্তরটা মিলে যাবে কয়েক ঘণ্টা বাদেই।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি