ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শহীদ আফ্রিদিকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৬ জুলাই ২০২০

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ওপর পরম ক্ষেপেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আফ্রিদি বলেছিলেন, ‘ভারতকে আমরা এতবার, ‘এতভাবে হারিয়েছি যে, শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত।’ 

আফ্রিদির এমন মম্তব্যের জবাব দিয়েছেন আকাশ। তিনি মনে করেন এমন মন্তব্যে ভারতীয় ক্রিকেট দলের জন্য অপমানজনক। তিনি দাবি করেন আফ্রিদি ভুল পরিসংখ্যান দিয়েছেন।

তিনি বলেন, ভারত নিয়ে আফ্রিদির এমন ভুল ধারণা সেরে যাওয়ার কোনো চিকিৎসা নেই।

এক ভিডিও বার্তায় আকাশ বলেছেন, ‘একটা সময় পাকিস্তান দল ভালো ছিল। এখনও যে খুব খারাপ এমন নয়। তবে একটা সময় ছিল যখন ভারতীয় দল শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলত এবং সেসব খেলায় পাকিস্তানই বেশি ভালো করত। কিন্তু সেই ম্যাচগুলোতে আফ্রিদি ছিলেন না। তার সময়ে ভারতের সঙ্গে এত ভালো খেলেনি পাকিস্তান।

আকাশ চোপড়া বলেন, ‘সেই সময় পাকিস্তান দলে ইমরান খান থেকে শুরু করে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা দুর্দান্ত খেলে নিয়মিতই ভারতকে হারাত। এ কথা স্বীকার করতেই হবে। এরপর আফ্রিদি যখন পাক দলে আসল তখন অনেক তারকাই অবসর নিয়েছেন। সব কিছু অনেক বদলে যায়।’

এসব বলার পর পাক-ভারত দ্বৈরথের পরিসংখ্যান টেনে আনেন আকাশ।

তিনি বলেন, ‘দুই দেশ ১৫টি টেস্ট খেলেছে। এতে দুদলই ৫টি করে সমান জয় পেয়েছে। এবার ওয়ানডের দিকে চোখ বুলালে ভারতের চেয়ে পাকিস্তান দুটি ম্যাচ বেশ জিতেছে। ৮২ ম্যাচে পাক দলের জয় ৪১, ভারতের ৩৯; খুব ভালো। কিন্তু আমার প্রশ্ন হলো– কেউ কি শুধু দুটি ম্যাচ বেশি হারায় মাফ চাইবে?’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি