ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:২১, ১০ আগস্ট ২০২২

৪০০তম ওয়ানডে ম্যাচেও টসে হারল বাংলাদেশ। এই ম্যাচেও যথারীতি ব্যাটিং পেয়েছে তামিম ইকবালের দল। হারারেতে এই নিয়ে টানা ৯ ম্যাচে টসে হারল বাংলাদেশের অধিনায়করা। 

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হেরে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই হারতে হয়েছে ওয়ানডে সিরিজ। তাই শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। 

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
 
প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশেও এনেছে দুটি পরিবর্তন। অধিনায়ক চাকাভা চোটে পড়ায় সুযোগ পেয়েছেন ক্লাইভ মাদান্দে। এদিকে লুক জঙ্গুয়ের বদলে দলে ফিরেছেন আরেক পেসার রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), তাকুদজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষল), টনি মুনিওঙ্গা, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নায়ুচি, রিচার্ড এনগারাভা ও তানাকা চিভাঙ্গা।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি