ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

যৌনপল্লীর রানী আলিয়া ভাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেলো বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার। ৩ মিনিটের ট্রেলারটি মুক্তির পর থেকে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটি ভারতের কামাঠিপুরা নামক স্থানের একটি যৌনপল্লী নিয়ে নির্মিত হয়েছে। যেখানে জীবনের নির্মম পরিহাসে যৌনপল্লীতে এসে সেখানকার সর্দারনি হয়ে যায় সিনেমার নাম ভূমিকায় থাকা আলিয়া।

আলিয়ার এমন লুকে ভক্তদের মন্ত্যবের জোয়ার বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মন্ত্যবেই বুঝা যাচ্ছে তারা কতটা অপেক্ষায় রয়েছেন সিনেমাটির জন্য।

ট্রেলারে আভাস মিললো, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আরও এক অসাধারণ সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমা নিয়ে আলিয়া ভাট এবং অজয় দেবগনের উপর অনেক প্রত্যাশা ছিলো পরিচালকের। ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছে তারা পরিচালক ও ভক্তদের হতাশ করবেন না।

অসাধারণ সব সংলাপ, দৃশ্যায়ন আর আলিয়ার অভিনয় নৈপুণ্যের প্রশংসায় মেতেছে দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচক সবাই। 

ট্রেলারের একটি দৃশ্যে আলিয়াকে বলতে শোনা যায়, ‘আপনাদের চেয়ে বেশি সম্মান আছে আমার কাছে। জানতে চান কীভাবে? আপনার সম্মান একবার গেলো তো গেলোই। আমি তো প্রতি রাতে সম্মান বিক্রি করি, শেষই হয় না!’

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িকে ফেব্রুয়ারিতে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার জন্যও নির্বাচিত করা হয়েছে। উৎসবে এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা যায়।

সূত্র: এনডিটিভি
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি