ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

বিদায়ী ম্যাচে টসভাগ্যে জিতলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৮ নভেম্বর ২০২১

দুই বিদায়ী রবি শাস্ত্রী ও বিরাট কোহলি

দুই বিদায়ী রবি শাস্ত্রী ও বিরাট কোহলি

নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে বসায় বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায় রোবরারই। যাতে নামিবিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার শেষ লিগ ম্যাচটি নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। যে ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল ভারতের। 

টি-টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে নিজের শেষ ম্যাচে টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বিরাট কোহলি। সুতরাং দুবাইয়ে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

নিয়মরক্ষার ম্যাচ হলেও নামিবিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলির জন্যই। কেননা, টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে এটিই কোহলির শেষ ম্যাচ। অন্যদিকে, ভারতের হেড কোচ হিসেবে যাত্রা শেষ করছেন রবি শাস্ত্রী।

নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, গেরহার্ড এরাসমাস (ক্যাপ্টেন), ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন (উইকেটকিপার), ডেভিড উইসে, জেজে স্মিত, নিকোল লফি-ইটন, ক্রেগ উইলিয়ামস, রুবেন ট্রাম্পেলমান, জ্যান ফ্রাইলিঙ্ক ও বার্নার্ড স্কলজ।

ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি