ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

রাবাদার হ্যাটট্রিক, প্রোটিয়াদের কাঁদিয়ে সেমিতে মরগ্যান-ফিঞ্চরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ৭ নভেম্বর ২০২১

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রাবাদার অনন্য হ্যাটট্রিকে ইংল্যান্ডকে হারিয়েও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার। রান রেটে পিছিয়ে থেকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়ল দলটি। যার ফলে গ্রুপ ওয়ান থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়াই।

শারজায় শনিবার (৬ নভেম্বর) রাতে টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় জড়ো করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টেম্বা বাভুমার দল। ব্যাট হাতে অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি রাসি ফন ডার ডুসেন।
 
৬০ বলের মোকাবেলায় পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে এইডেন মার্করাম মাত্র ২৫ বলে ৫২ ও কুইন্টন ডি কক ২৭ বলে ৩৪ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন জেসন রয় ও জস বাটলার। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রয়কে। এতে খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষপর্যন্ত পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল, বরণ করে আসরে নিজেদের প্রথম পরাজয়।

বাটলার-মঈনরা অবশ্য চেষ্টা করেছেন বোর্ডে যথেষ্ট রান তোলার। জস বাটলারের ১৫ বলে ২৬, মঈন আলীর ২৭ বলে ৩৭, ডেভিড মালানের ২৬ বলে ৩৩, লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ২৮ ও ইয়ন মরগানের ১২ বলে ১৭ রানের ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি। শেষ ওভারে ইংলিশদের প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারের প্রথম দুই বলে লিভিংস্টোন ও মরগান দুজনই সাজঘরে ফেরেন। তৃতীয় বলে ক্রিস জর্ডানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন কাগিসো রাবাদা।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান জড়ো করে ইংল্যান্ড। এতে দক্ষিণ আফ্রিকা পায় ১১ রানের জয়। ম্যাচ সেরা হন ডুসেন। তবে শেষপর্যন্ত কান্না নিয়েই ফিরতে হচ্ছে তাদের। অজিদের (১.২১৬) থেকে রান রেটে (০.৭৩৯) পিছিয়ে থাকায় সুপার টুয়েলভ থেকেই বাড়ি ফিরতে হচ্ছে বাভুমাদের। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি