শুরুতেই টাইগার শিবিরে জোড়া হানা
প্রকাশিত : ১২:৫৮, ১৬ মার্চ ২০২১ | আপডেট: ১৩:০০, ১৬ মার্চ ২০২১
 
				
					পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ এমার্জিং দল। আজ মঙ্গলবার মিরপুরে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়েছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। সাইফ হাসান ১৭ রানে এবং ইয়াসির আলী চৌধুরী ৮ রানে ক্রিজে আছেন।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোনও রান না করে ক্যাচ আউট হয়ে ফেরেন ইমন। স্পিনার ডেলানির করা প্রথম বলেই চার মেরে শুভ সূচনা করেন সাইফ। পরের বলে সিঙ্গেল নিয়ে ইমনকে স্ট্রাইক দিলে চতুর্থ বলেই ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন ইমন।
এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় এসে সাইফের সঙ্গে জুটি বাধার চেষ্টা করলেও পঞ্চম ওভারের প্রথম বলেই তা ভেঙে যায়। আইরিশ পেসার মার্ক আডায়েরের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মাত্র ৮ রান করা জয়। ফলে ২৪ রানেই দ্বিতীয় উইকেট হারায় জুনিয়র টাইগাররা।
এনএস/
 
				        
				    






























































