ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সহজ জয় আর্জেন্টিনার, ঘাম ছুটল ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৩ সেপ্টেম্বর ২০২১

মেসি ও লাউতারো মার্টিনেজ

মেসি ও লাউতারো মার্টিনেজ

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ষষ্ঠ ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকলো কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেন মার্টিনেজ। ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন সেনসেশন। দ্বিতীয় গোলের দেখা পেতে আকাশি-সাদাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৭১ মিনিটে লিওনেল মেসি ও মার্টিনেজের পা ঘুরে বল পেয়ে চমৎকার শটে বল জালে জড়ান জোয়াকুইন।

মিনিট তিনেক পর তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। এবার স্কোরশিটে নাম লেখান অ্যাঞ্জেল কোরেয়া। তবে এবারো দৃশ্যপটে ছিলেন মার্টিনেজ। তরুণ এই ফরোয়ার্ডের গোলমুখে নেয়া জোরালো শট স্বাগতিক গোলকিপার ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। তাইতো ফিরে আসা বল জালে জড়াতে ভুল করেননি কোরেয়া।

এই ৩-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত লিওনেল মেসির দল। তবে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করার সুযোগ পায় ভেনিজুয়েলা। এর আগে ৩২ মিনিটে ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় ভেনিজুয়েলা।

টানা সপ্তম জয় ব্রাজিলের
এদিকে লাতিন আমেরিকা অঞ্চলের  বাছাইপর্বের অপর ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তাতে কনমেবল বাছাইপর্বে ব্রাজিল নিজেদের সাত ম্যাচের সাতটিতেই জিতল। রইলো বাছাইপর্বের শীর্ষেও।

সান্টিয়াগোয় আজ ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে খেলতে থাকে চিলি। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধ কাটিয়ে দেয় দুইদল।

দ্বিতীয়ার্ধে এসে একই আক্রমণে খেলতে থাকে দুই দল। কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ৬৪তম মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি এভারটন। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। এতেই ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায়। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও মারকুইনহোসের শট ঠেকিয়ে চিলিকে বিপদ মুক্ত রাখেন গোলরক্ষক ব্রাভো।

চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। 
 
এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মোট ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ৬ ম্যাচের সব কটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি