ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বয়স নিয়ে বিড়ম্বনায় মিস ইউনিভার্স লারা দত্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মিস ইউনিভার্স হয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন এক সময়। গ্ল্যামার তাকে ঘিরে রাখত। সময় থেমে থাকে না। লারা দত্তের বর্তমান বয়স ৪৩ বছর। আর এই বয়সের কারণেই নাকি মিস ইউনিভার্সকেও শুনতে হচ্ছে কটাক্ষ। ক্যামেরার সামনে এসে খোলাখুলি এ নিয়ে কথা বললেন তিনি।

লারা জানিয়েছেন, অভিনেত্রীর বয়স বাড়লেই বলিউড ইন্ডাস্ট্রি সদয় হয় না আর। আভিজাত্যকে সঙ্গী করে বয়স বাড়াকে মানিয়ে নেওয়ার ইচ্ছের মুখে বাধা হয়ে দাঁড়ায় এই ইন্ডাস্ট্রিও। কমে যায় গুরুত্ব দেওয়ার স্বদিচ্ছা। শুধু কি ইন্ডাস্ট্রি? লারা জানিয়েছেন দর্শকের একটা বড় অংশের মুখ থেকেও শুনতে হয় একের পর এক কুৎসিত মন্তব্য। 

কেউ লেখেন, “আরে ও তো মোটা হয়ে গিয়েছে”। আবার কেউ লেখেন, “ও তো বুড়ি”। কাজল থেকে শুরু করে মাধুরী- সবাইকে এই কটাক্ষের শিকার হতে হয় বলেও লিখেছেন লারা। 

যদিও নীনা গুপ্তা, রত্না পাঠক শাহ যেভাবে নিজেদের কাজের মধ্যে দিয়ে আজও প্রমাণ করে চলেছেন তা লারার কাছে অনুপ্রেরণার বলে জানিয়েছেন তিনি।

৪০ বছরের পর কাজ করছেন লারা নিজেও। সম্প্রতি তাকে দেখা গেছে ‘বেল বটম’ সিনেমাতে। দিনের পর দিন কটাক্ষ শুনতে কি তিনি ক্লান্ত?

লারা জানিয়েছেন, তার একটি উপকার হয়েছে। তিনি মিস ইউনিভার্স হয়েছিলেন বলেই সব সময় তাকে গ্ল্যামারাস দেখতে লাগতেই হবে দর্শকের এমন চাহিদার থেকে আজ তিনি মুক্ত। এই মুহূর্তে তিনি যে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে পারছেন, তাতেই তিনি আনন্দিত।

বেল বটমে লারার অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে অভিনয়ের থেকেও চর্চা হয়েছিল তার লুক ও তার প্রস্থেটিক মেকআপ নিয়ে। এই মুহূর্তে হাতেও রয়েছে বেশ কয়েকটি কাজ।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি